দুদকের মামলায় জেলা পরিষদের চেয়ারম্যানের জরিমানা

নড়াইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নড়াইল, বার্তা২৪.কম | 2023-08-26 07:41:34

নড়াইল পৌরসভার সাবেক পৌর মেয়র ও বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের একটি আপিল মামলায় ৬ লাখ ৬৭ হাজার ১২০ টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ এপ্রিল) এ রায় দেন যশোর জজ কোর্টের বিশেষ আদালতের বিচারক মো. ফারুক।

মামলার অন্যান্য আসামিরা হলেন- নড়াইল পৌরসভার সাবেক কাউন্সিলর খন্দকার আল মুনসুর বিল্লাহ, কাউন্সিলর শরফুল আলম লিটু, সাবেক কাউন্সিলর সৈয়দ মুশফিকুর রহমান বাচ্চু, সাবেক কাউন্সিলর কাজল লতা, তৎকালীন সহকারী প্রকৌশলী আজিজুর রহমান, ইজারাদার এইচ এম পলাশ ও ইজারাদার রুবেল মোল্লা।
এ মামলায় অন্য এক আসামি মারা গেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪-০৫ অর্থবছরে অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস চেয়ারম্যান থাকাকালে রূপগঞ্জ গরুর হাটের ইজারা নীতিমালা ভঙ্গের অভিযোগে ২০০৮ সালে ১০ জনকে আসামি করে দুদক একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর দুদকের মামলায় ৭ বছরের কারাদণ্ড দেন যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক নিতাইচন্দ্র সাহা। এছাড়া আত্মসাৎ করা ১ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন বিচারক। পরে আসামিরা আপিল করেন। আজ এ আপিল মামলার রায় ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর