ধানক্ষেতে কাপড়ে মোড়ানো জীবিত নবজাতক

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪.কম | 2023-08-25 00:23:25

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ধানক্ষেত থেকে জীবিত নবজাতক উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ এপ্রিল) উপজেলার গোডাউন বাজারের পশ্চিম পাশে খামার মামুদপুর এলাকার ধানক্ষেত থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, ওই গ্রামের মেনহাজুল ইসলাম সজীবের মা সকালে ধানের জমিতে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় শিশুটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে শিশুটিকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

বিকেল ৫টার দিকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীনুল ইসলাম শাহীন জানান, নবজাতকটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে।

হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) কামাল হোসেন বার্তা২৪.কমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর