লঞ্চ থেকে ৩ হকারের নদীতে ঝাঁপ, একজনের মৃত্যু

চাঁদপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চাঁদপুর, বার্তা২৪.কম | 2023-08-26 00:47:53

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে মেঘনা নদীতে ঝাঁপিয়ে পড়ে নিহত হওয়া মোস্তফা চৌকিদারের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে নিহত মোস্তফা চৌকিদারকে রেলওয়ে কবরস্থানে দাফন করা হয়।

জানা গেছে, নিহত মোস্তফাসহ তিন হকার সোমবার (১৫ এপ্রিল) রাত ১১টায় শহরের নৌ-টার্মিনালের কাছে মেঘনা নদীতে ঝাঁপিয়ে পড়ে। তারা তিনজনই কলা ও পাউরুটি বিক্রেতা। ওই ঘটনায় প্রাণে রক্ষা পায় হকার জমির হোসেন গাজী ও আবুল কালাম।

চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত সাড়ে ১২টায় মোস্তফার লাশ উদ্ধার করে। পরে লাশটি চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নৌ-টার্মিনাল এলাকার লঞ্চের সুপারভাইজার ও হকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-বরিশালের রাঙ্গাবালীর মধ্যে চলাচলকারী এমভি জাহিদ-৪ ঢাকা থেকে ছেড়ে রাত সাড়ে ১০টায় চাঁদপুর নৌ-টার্মিনালে আসে। সঙ্গে সঙ্গে ওই তিন হকার লঞ্চে কলা-পাউরুটি বিক্রি করতে ওঠে। ১৫ মিনিট পর কোনো প্রকার সংকেত না দিয়ে লঞ্চ ছেড়ে দেয়। এতে হকাররা নামতে না পেরে নদীতে ঝাঁপিয়ে পড়ে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ডিআইডি) মো. ফরিদ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর