বেনাপোলে এককোটি ৭৫ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

যশোর, দেশের খবর

আজিজুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 00:17:22

যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে এক কোটি ৭৫ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের একটি চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।

সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে: কর্নেল সেলিম রেজা চোরাচালান পণ্য আটকের বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তিনটি কাভার্ড ভ্যান আটক করে। পরে ওই কাভার্ড ভ্যান তল্লাশি করে আমদানি/রফতানি নথিভুক্ত বহির্ভূত বিপুল পরিমাণ ভারতীয় ইমিটেশন চালান পাওয়া যায়।

এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। পণ্য চালানটি অবৈধ হওয়ায় তা আটক দেখানো হয়েছে। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে আংটি, লকেট, বালা, নূপুর, টিকলি, শাখা চুড়ি শংখ ও পিতলের থালা। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৭৫ লাখ ৮৫ হাজার টাকা বলেও জানায় বিজিবি।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে: কর্নেল সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত পণ্য বেনাপোল কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর