ভাঙ্গারহাট-নৈয়ারবাড়ি রাস্তার বেহাল দশা

গোপালগঞ্জ, দেশের খবর

মাসুদুর রহমান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ, বার্তা২৪.কম | 2023-08-29 20:35:48

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ার ভাঙ্গারহাট থেকে নৈয়ারবাড়ি পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। ফলে ওই গ্রামের প্রায় ১০ হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। তাই শিগগিরই রাস্তাটির সংস্কার করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।

এলাকাবাসী প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানায়, তাদের এলাকার যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। সন্তানরা ঠিকভাবে স্কুলে যেতে পারে না। বিশেষ করে বৃষ্টির সময় শিক্ষার্থীদের স্কুলে যেতে খুবই সমস্যা হয়। তাছাড়া গর্ভবতী মায়েদের শহরের হাসপাতালে নিতে ভোগান্তি পোহাতে হয়। গ্রামের বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে অনেক মায়ের অকাল মৃত্যুও হয়। তাই ভাঙ্গারহাট থেকে নৈয়ারবাড়ি পর্যন্ত রাস্তাটি দ্রুত নির্মাণের ব্যবস্থা করার দাবি জানিয়েছে স্থানীয়রা।

স্কুলের শিক্ষার্থীরা জানায়, বৃষ্টি হলে রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যেতে কষ্ট হয়। তাছাড়া ভাঙা কাঠের ব্রিজ দিয়ে চলাচলের সময় পা পিছলে পড়ে যাওয়ার ভয় থাকে।

জানা গেছে, কোটালীপাড়া উপজেলার বিল অঞ্চল খ্যাত পোলটানা গ্রামের মানুষের যাতায়াতের জন্য এখনো ভালো কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি। খালের পাড়, পুকুরের পাড় কিংবা জমির আল ঘেঁষে গড়ে ওঠা রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় এলাকাবাসীর।

আরও জানা গেছে, বিলের মধ্য দিয়ে পায়ে হাঁটা রাস্তাটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ৮ কিলোমিটার। এই রাস্তাটি নির্মাণ হলে এ অঞ্চলের হাজার হাজার মানুষের সুবিধা হবে। এমনকি গ্রামের মানুষের আর্থ সামাজিক অবস্থারও উন্নয়ন হবে।

এ বিষয়ে সাদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাড়ৈ বার্তা২৪.কমকে জানান, রাস্তাটি নির্মাণ করা গেলে হাজার হাজার কৃষক সড়ক পথে তাদের উৎপাদিত ফসল বাড়িতে আনতে পারবে। সেক্ষেত্রে তাদের ফসল উৎপাদন খরচও কম হবে। সর্বোপরি যাতায়াতের ক্ষেত্রে এলাকার মানুষ উপকার পাবে।

এ সম্পর্কিত আরও খবর