বগুড়ায় পুকুর থেকে ৭৬৫ রাউন্ড গুলি উদ্ধার

বগুড়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেট, বগুড়া, বার্তা২৪.কম | 2023-08-22 12:01:48

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার একটি পুকুর থেকে ৭৬৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তালোড়া পৌর এলাকায় করিম ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতালের উত্তর পাশের ভবন বর্ধিত করার জন্য কাজ চলছিল। হাসপাতাল কর্তৃপক্ষ ভবনের পাশ্ববর্তী পুকুরেরর পানি সরিয়ে দিয়ে কলাম নির্মাণের জন্য গর্ত খোড়ার কাজ শুরু করেন।

শনিবার বিকেলের দিকে নির্মাণ কাজের শ্রমিকরা মাটির দুই ফুট গভীরে গুলি দেখতে পেয়ে হাসপাতাল মালিক ডা. শফিউল করিম তালুকদার মিন্টুকে জানায়।

তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন। সন্ধ্যার দিকে মাটির নিচ থেকে উদ্ধার হওয়া তিন ধরনের ৭৬৫রাউন্ড গুলি ও ৩৪পিস গোলাবারুদ লোড চার্জার উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।

এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বার্তা২৪.কমকে বলেন, ‘বৃষ্টির কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে মাটির নিচে আরও গুলি থাকতে পারে। গর্তে জমা হওয়া পানি নিষ্কাশন করে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।’

উদ্ধারকৃত গোলাবারুদ স্বাধীনতা যুদ্ধের সময়কার হতে পারে বলে ধারণা করছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর