সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সিরাজগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ, বার্তা২৪.কম | 2023-08-30 04:47:06

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে কামারখন্দ উপজেলার কয়েলগাতী একডালা এলাকায় ও উল্লাপাড়ায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের বড়কুড়া গ্রামের রহম আলী মিস্ত্রির ছেলে পিকআপ চালক সূর্য্য মিয়া (৩৫), পাকুড়িয়া গ্রামের বিশা মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩৭) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে নেহার (৩৬)।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. আব্দুল হামিম বার্তা২৪.কমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে কামারখন্দ থেকে নসিমনযোগে গরু নিয়ে উল্লাপাড়ায় যাচ্ছিল পাঁচ গরু ব্যবসায়ী। নসিমনটি কামারখন্দ উপজেলার কয়েলগাঁতী একডালা রেলক্রসিং এলাকায় পৌঁছলে ভারত থেকে ঢাকাগামী মৈত্রি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নসিমন চালক নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম বার্ত২৪.কমকে বলেন, ‘ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন ও কামারখন্দ হাসপাতালে নেয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর