মোংলায় উদ্ধার অভিযান চলছে, নৌবাহিনীর মহড়া শিথিল

বাগেরহাট, দেশের খবর

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, বাগেরহাট, বার্তা২৪.কম | 2023-08-12 22:35:06

ঝড়ের কবলে পড়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলে ডুবে যাওয়া লঞ্চ ও নৌযান ডুবির ঘটনায় নিখোঁজের  তিন শ্রমিককে উদ্ধারে অভিযান চলছে। মঙ্গলবার রাতে তারা নিখোঁজ হন।

বুধবার সকাল ১০টা থেকে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স।

খুলনা ট্রেডার্সের ম্যানেজার মো. মাসুদ কবির জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আকস্মিক ঝড়ের কবলে পড়ে এমএল আকতার নামের লঞ্চ ও এমবি হারড্ডা নামের বার্জ (নৌযানটি) ডুবে যায়। এ সময় লঞ্চে থাকা খুলনা ট্রেডার্সের ক্রেন ড্রাইভার মো. শাহালম ও বার্জে থাকা নিরাপত্তা প্রহরী মো. লতিফ এবং মো. হেমায়েত নিখোঁজ হয়। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

এদিকে বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, নৌযান ডুবি ও শ্রমিক নিখোঁজের ঘটনায় পশুর চ্যানেলে নৌবাহিনীর মহড়া শিথিল করা হয়েছে। ফলে উদ্ধার অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে।

 

এ সম্পর্কিত আরও খবর