বিআরটিএ অফিসে দুদকের অভিযান, দালালের কারাদণ্ড

হবিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, হবিগঞ্জ, বার্তা২৪.কম | 2023-08-25 23:40:45

হবিগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। এ সময় জসিম উদ্দিন (২৯) নামে এক দালালকে আটক করে কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত বিআরটিএ কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন আরাফাত ও হবিগঞ্জ দুদকের কর্মকর্তা অসীম কুমার সাহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জসিম উদ্দিন শহরতলীর বড় বহুলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিআরটিএ অফিসে দালালি করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন আরাফাত জানান, বেশ কিছুদিন যাবৎ হবিগঞ্জ বিআরটিএ’র কার্যালয়ে দালালদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ আসে। এরই পরিপ্রেক্ষিতে আজ ওই অফিসে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে জসিম উদ্দিন নামে এক দালালকে হাতে নাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

হবিগঞ্জ বিআরটিএ অফিসকে দালাল মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর