ফতুল্লায় দগ্ধ সন্তানের পর মারা গেলেন মা

নারায়ণগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-03 21:31:48

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু সাফওয়ানের মৃত্যুর পর তার মা ফাতেমা বেগমও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তার আরও দুই সন্তান  ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থায়ও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায়  ফাতেমা মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ফাতেমা সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তা শরীরের ৯৪ ভাগ পুড়ে গিয়েছিল। রোববার দিবাগত রাতে তার শিশু সন্তান সাফওয়ান মারা যায়।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় ফারিয়া (৯) ও রাফি (১১) নামে ফাতেমার দুই শিশুসন্তান এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা গুরুতর। এর মধ্যে ফারিয়া ৯০ শতাংশ এবং রাফি ৯৮ পুড়ে গেছে।

উল্লেখ্য, শনিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা’সহ এই তিন শিশু আগুনে পুড়ে যায়। পরে রাত পৌনে ১০টার দিকে চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

এ সম্পর্কিত আরও খবর