নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: আইজিপি

টাঙ্গাইল, দেশের খবর

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, টাঙ্গাইল, বার্তা২৪.কম | 2023-08-27 20:01:39

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেছেন, মানুষ বিপদগ্রস্ত হয়ে পুলিশের কাছে সেবা নিতে আসে। সেখানে এসে নিরাপরাধ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়। 

শুক্রবার (৫ এপ্রিল) রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ভারতেশ্বরী হোমসের পিপিএম হলে আইজিপিকে দেওয়া সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

আইজিপি বলেন, পুলিশ এখন যুদ্ধ করছে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে। এই যুদ্ধে আমাদের অবশ্যই জয়ী হতে হবে। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও মির্জাপুর থানা ওসি এ কে এম মিজানুল হক। 

ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ আনোয়ারুল হকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দিক, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, কুমুদিনী ইউমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর