ভারত থেকে পাচারকৃত মাংস বিক্রির অপরাধে বিক্রেতার কারাদণ্ড

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লালমনিরহাট, বার্তা২৪ | 2023-08-25 23:24:07

ভারত থেকে পাচার করে আনা মাংস লালমনিরহাটের হাতীবান্ধা এলাকায় বিক্রি করার অপরাধে নজরুল ইসলাম (২৮) নামে এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক (ইউএনও) সামিউল আমিন ভারত থেকে পাচার করা মাংস বিক্রি করার অপরাধে নজরুলকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত মাংস বিক্রেতা নজরুল ইসলাম লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম বাজারের আব্দুল রহমানের পুত্র।

জানা গেছে, ভারতীয় ব্যবসায়ীরা জীবিত গরু পাচার করে বাংলাদেশে এনে বিক্রি করতে না পেরে শুধু ভারতীয় গরুর মাংস এনে বিক্রি করা শুরু করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল পুলিশ নিয়ে উপজেলার দিঘীরহাট এলাকায় মাংসের দোকানে অভিযান চালান। এ সময় হাতেনাতে মাংস চোরাচালানের এক চক্রকে আটক করে পুলিশ।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত (ওসি) ওমর ফারুক সত্যতা নিশ্চিত করে জানান, মাংস চোরাচালানের চক্র নজরুল ইসলামকে হাতেনাতে আটক করে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হবে।

এ সম্পর্কিত আরও খবর