১ কোটি ৩৩ লাখ টাকার ভারতীয় কাপড় আটক

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, যশোর, বার্তা২৪.কম | 2023-08-24 21:48:49

যশোর সীমান্তের মনিরামপুর এলাকা থেকে ১ কোটি ৩৩ লাখ টাকা মূল্যের ভারতীয় কাপড়ের একটি চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে কোনো চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টায় বিজিবি কর্তৃপক্ষ কাপড়ের চালান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে ভারত থেকে বিপু্ল পরিমাণ কাপড়ের চালান পাচার হয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে যশোরের মনিরামপুর বাজার থেকে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন-১৫-২৪৭০) আটক করে। পিকআপ তল্লাশি করে ২ হাজার ২০৩ পিস ভারতীয় উন্নতমানের শাড়ী এবং ১১০টি থ্রিপিসের কাপড় পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার টাকা। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পিকআপ ফেলে পালিয়ে যায় চোরাচালানীরা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সেলিম রেজা কাপড়ের চালান আটকের বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪.কমকে জানান, আটককৃত মালামাল যশোর কাস্টমসে জমা দেওয়ার হবে, এ জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর