পর্যটকের মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, ছিনতাইকারীর দণ্ড

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা২৪.কম | 2023-08-24 20:58:28

কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা এক পর্যটকের মোবাইল ছিনতাইয়ের চেষ্টাকালে মো. আনসার উল্লাহ নামে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটে।

আটক আনসার উল্লাহ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আদর্শ পাড়ার মো. আব্বাসের ছেলে বলে জানা গেছে।

ট্যুরিস্ট পুলিশ জানায়, কলাতলীতে এক নারী পর্যটকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল আনসার। এ সময় ওই নারীর চিৎকারে অন্য লোকজনের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশও এগিয়ে যায়। তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সাইফুল ইসলাম জয় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, মোবাইল ছিনতাইকালে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসন সতর্ক রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর