রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের বিশেষ দূত

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা২৪.কম | 2023-08-22 14:51:38

জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে ছিল ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

রোববার (৩১ মার্চ) দুপুরে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া দেখতে তিনি কুতুপালং ক্যাম্পে গেছেন। এরপর প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম বার্তা২৪.কম-কে বলেন, 'তিনি (ক্রিস্টিন এস বার্গনার) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়েছেন। আগামীকাল আমার সাথে একটি বৈঠক রয়েছে।'

উল্লেখ্য, দুই মাসের মাথায় আবারও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন এ মিয়ানমার বিষয়ক দূত। দুই মাস আগে তিনি এক সফরে এসে রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এবারও তিনি রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়ে কথা বলেছেন রোহিঙ্গাদের সাথে।

এ সম্পর্কিত আরও খবর