ইভিএম, পরীক্ষামূলক ভোট দিলেন কক্সবাজারবাসী

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা২৪.কম | 2023-08-20 11:31:46

আগামী ৩১ মার্চ কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাড়ছে নির্বাচনের উত্তাপ। আর এবারই প্রথম ইভিএমে ভোট দেবেন কক্সবাজারবাসী। তাই নির্বাচনের আগের ৪ দিন ধরে পরীক্ষামূলক ভোট প্রদানে ব্যস্ত জেলাবাসী।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৯ মার্চ) সদর উপজেলার বেশিরভাগ কেন্দ্রেই ভোটারদের পরীক্ষামূলকভাবে ইভিএমে ভোট প্রদানের ধারণা দেয়া হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কক্সবাজার পৌরসভা এবং সদরের ১০ ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৬৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৪৪২ এবং নারী ১ লাখ ২১ হাজার ২০২ জন। আগামী ৩১ মার্চ ইভিএমের মাধ্যমে ১০৮টি ভোটকেন্দ্রের ৬৪৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন।

সূত্রটি আরও জানায়, গত ৪ দিন ধরে ভোটারদের এই ডিজিটাল ডিভাইসে ভোট দেওয়ার বিষয়ে অভ্যস্ত করতে কাজ করে যাচ্ছে নির্বাচন সংশ্লিষ্টরা। প্রাথমিক পর্যায়ে ভোটারদের এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কেন্দ্রে গিয়ে ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড, অথবা ফিঙ্গার দিয়ে প্রথমে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। পরে ব্যালট মেশিনে গিয়ে প্রথমে প্রতীক অনুযায়ী সাদা বাটনে চাপ দিতে হবে, সেটা নিশ্চিত হলে সবুজ বাটনে চাপ দিলে ভোট প্রদান সম্পন্ন হবে।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমদ বার্তা২৪.কমকে জানান, এবারই প্রথম ইভিএম মেশিনে ভোট নেওয়া হবে। তাই ভোটারদের এই ডিজিটাল ডিভাইসে ভোট দেওয়ার বিষয়ে অভ্যস্ত করার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। মূলত ইভিএমে ভোট প্রদান খুবই সহজ পদ্ধতি এবং নিরাপদ।

এ সম্পর্কিত আরও খবর