বেনাপোলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক ২

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বেনাপোল (যশোর) বার্তা২৪.কম | 2023-08-06 00:07:40

বেনাপোল সীমান্তে পাচারের সময় ১৭ লাখ ১৪ হাজার ৫০০ ভারতীয় রুপি ও ২৩ মার্কিন ডলারসহ দুই মুদ্রা পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ৩টায় বেনাপোল সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ফরিদপুরের বজরা গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইকবাল হোসেন(৩৯) ও ঢাকা যাত্রাবাড়ির আগামসি এলাকার আজিম মিয়ার ছেলে জাকির হোসেন(৩৫)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল আমড়াখালী বিজাবি চেকপোস্টে সন্দেহজনক ঢাকাগামী রয়েল পরিবহনের ওই বাস থেকে দুই জন যাত্রীকে আটক করে। পরে তাদের শরীর তল্লাশি করে পায়ে বিশেষ কায়দায় বেঁধে রাখা ১৭ লাখ ১৪ হাজার ৫০০ ভারতীয় রুপি ও ২৩ মার্কিন ডলার পাওয়া যায়। আটককৃত বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় ২০ লাখ ৬০ হাজার টাকার সমান বলে জানায় বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহম্মদ সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বার্তা২৪.কমকে জানান, আটকদের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর