সরকারি খাস জায়গা নিয়ে সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, হবিগঞ্জ, বার্তা২৪.কম | 2023-08-26 03:14:14

হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারি খাস জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) সকালে বানিয়াচং উপজেলার কেন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কেন্দুয়া গ্রামের মো. ইলিয়াছ মিয়া (৫০) ও একই গ্রামের রহমত আলীর মধ্যে একটি সরকারি খাস জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে নারী-শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় রহমত আলী (৫০), তোফাজ্জল হক (২৫), রাজিয়া আক্তার (৪৭), রিপন মিয়া (১২) ও তাজুল ইসলামসহ (৫০) ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ মোবারক জানান, একটি ধান ওঠানোর সরকারি মাঠ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ সম্পর্কিত আরও খবর