টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

কক্সবাজার, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, টেকনাফ, বার্তা২৪.কম | 2023-08-21 22:16:04

কক্সবাজারের টেকনাফের খারাংখালীতে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত হয়েছেন। নিহত রোহিঙ্গাদের পরিচয় পাওয়া যায়নি।

বুধবার (২৭ মার্চ) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, ভোর রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকা দিয়ে নাফনদী অতিক্রম করে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে এমন একটি গোপন সংবাদ পায় বিজিবি। পরে বিজিবির একটি বিশেষ টহলদল সেখানে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর ওই এলাকা দিয়ে একদল ব্যক্তিকে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা অতর্কিত গুলি করে। এতে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে গুলিবিদ্ধ আহত অবস্থায় দুই রোহিঙ্গাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর