পুনরায় ভোট গণনার দাবি, গোপালগঞ্জে চলছে বিক্ষোভ

গোপালগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ, বার্তা২৪.কম | 2023-08-10 02:59:04

গোপালগঞ্জ সদর উপজেলায় পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে পুনরায় ভোট গণনার দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল থেকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বৌলতলী, কংশুর এবং গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাঠি ও মাঝিগাতী নামক স্থানে সড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

এর আগে সোমবার (২৫ মার্চ) রাত ৮টা থেকে ওই বিক্ষোভকারীরা গোপালগঞ্জ-কোটালীপাড়া ও গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্ন স্থানে বেরিকেড দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দিয়েছিল। গভীর রাত পর্যন্ত অবরোধ তারা বহাল রাখে।

পরাজিত প্রার্থী ও তাদের সমর্থকদের অভিযোগ, প্রশাসন কারচুপি করে ফলাফল পাল্টে দিয়েছে।

উল্লেখ্য, নির্বাচনে গোপালগঞ্জ সদর উপজেলায় শেখ লুৎফার রহমান বাচ্চু ৩৭ হাজার ৬৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মাহমুদ হোসেন দিপু ৩৭ হাজার ৬২০ ভোট পেয়েছেন । অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহ আলম আনারস প্রতীকে ৩৪ হাজার ৫৯৪ ভোট পেয়েছেন।

গোপালগঞ্জের ৫টি উপজেলায় আওয়ামী লীগ থেকে কাউকে দলীয় মনোনয়ন দেয়া হয়নি। তবে নির্বাচিত সবাই আওয়ামী লীগের নেতাকর্মী।

এ সম্পর্কিত আরও খবর