মহাসড়কের কালভার্ট মাটি দিয়ে ভরাট

টাঙ্গাইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, টাঙ্গাইল, বার্তা২৪ | 2023-09-01 10:35:43

ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের কালিহাতী উপজেলার ইছাপুর মেসার্স তৌহিদ ফিলিং স্টেশন সংলগ্ন কালভার্টে বাঁধ দিয়ে মাটি ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক অধ্যক্ষের বিরুদ্ধে। ফলে ওই এলাকার প্রায় শতশত একর আবাদি জমি চাষাবাদে হুমকির মুখে পরার সম্ভাবনা রয়েছে।

রোববার (২৪ মার্চ) সরেজমিনে দেখা যায়, ইছাপুর তৌহিদ ফিলিং ষ্টেশন সংলগ্ন কালভার্টে বাঁধ নির্মাণ করে মাটি ভরাট করছেন স্থানীয় বিএম কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম। ওই অধ্যক্ষ কালভার্ট বন্ধ করে স্থাপনা নির্মাণের পায়তারা করছেন বলে স্থানীয়রা জানায়। এতে পানির স্বাভাবিক চলাচলের প্রতিবন্ধকতায় প্রায় শতশত একর আবাদি জমিতে জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বর্ষার ভরা মৌসুমে কালভার্টের এ বাঁধ থাকলে জলাবদ্ধতার ফলে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় কৃষকরা জানায়, এই কালভার্ট বন্ধ করলে শতশত একর জমিতে জলাবদ্ধতার সম্ভাবনা বিদ্যমান রয়েছে। অতিদ্রুত কালভার্টের এই মাটি অপসারণ করা না হলে সামান্য বৃষ্টি হলেই চলতি মৌসুমে ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি হবে।

এ ব্যাপারে অবৈধভাবে মাটি ভরাটকারি বিএম কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, এই কালভার্টটি ইছাপুর স্ট্যান্ডে বরাদ্দ থাকলেও জায়গা সংকীর্ণতার কারণে আমার নিজ জমিতে কালভার্টটি নির্মাণ করতে দিয়েছি। এখন আমার নিজ প্রয়োজনে কালভার্টটির মুখ ভরাট করছি। এতে কার কি ক্ষতি হলো এটা আমার দেখার বিষয় নয়।

এ সম্পর্কিত আরও খবর