ফরিদগঞ্জ থানার ওসি প্রত্যাহার

চাঁদপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চাঁদপুর, বার্তা২৪.কম | 2023-09-01 16:03:49

তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের তিনদিন পূর্বে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত চিঠি চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যলয়সহ যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে। শুক্রবার (২২ মার্চ) থেকে তার স্থলে যোগদান করেছেন ইন্সপেক্টর আবদুল লতিফ। তিনি খাগড়াছড়ির ডিবির ইন্সপেক্টর হিসেবে কমর্রত ছিলেন।

প্রত্যাহারের বিষয়ে ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘নির্বাচন কমিশন থেকে আমার বদলি সংক্রান্ত চিঠি পেয়েছি।’

এদিকে ওসির প্রত্যাহারের বিষয়টি শুনেছেন মর্মে সহকারী রিটানিং অফিসার ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজ স্বীকার করেছেন।

উল্লেখ্য, ২৪ মার্চ ফরিদগঞ্জে অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের তিনদিন আগে ওসি প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে লোকমুখে গুঞ্জন রয়েছে ওসি হারুনুর রশিদ চৌধুরী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে পক্ষপাতমূলক আচরণ করেছেন। এ কারণেই তাকে বদলি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর