‘নৌকার বিপক্ষে মাঠে নেমেছেন ইউএনও’

যশোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, যশোর, বার্তা২৪.কম | 2023-08-25 08:47:45

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানকে প্রত্যাহারের দাবি করেছে উপজেলা আওয়ামী লীগ। নৌকার প্রার্থী এইচএম আমির হোসেনকে পরাজিত করতে ইউএনও নিজেই মাঠে নামায় নেতারা এ দাবি করেন।

বুধবার (২০ মার্চ) দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী এইচএম আমির হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

প্রার্থী আমির হোসেন বলেন, ‘রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের কর্মকাণ্ডে কেশবপুরের মানুষ হতবাক। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বয়ং নিজেই স্বতন্ত্র প্রার্থী কাজী রফিকুল ইসলামের পক্ষে সরাসরি মাঠে নেমেছেন। তিনি প্রকাশ্যে নৌকার সমর্থক, দলীয় নেতাকর্মী ও ভোটারদের হুমকি দিচ্ছেন। তিনি ঘোষণা করেছেন আগের রাতে ব্যালট পেপার কেটে বাক্স ভরে রাখা হবে। এমনকি কন্ট্রোল রুম থেকে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী ঘোষণা করা হবে। সরকারি-বেসরকারি কর্মকর্তাদের চাকরি থেকে বাদ দেওয়া, বেতন বন্ধ, কারাগারে পাঠানোর ভয় দেখাচ্ছেন। ভোটগ্রহণ কর্মকর্তাদেরও প্রভাবিত করা হচ্ছে।’

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইউএনও মিজানুরকে প্রত্যাহার না করলে আমাদের ইজ্জত থাকবে না। আমাদেরকে দল থেকে পদত্যাগ করে ইজ্জত বাঁচাতে হবে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন বলেন, ‘নৌকার প্রার্থীকে পরাজিত করতে মাঠে নেমেছেন স্বয়ং ইউএনও। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। অবিলম্বে তাকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক আবদুল আওয়াল বলেন, ‘অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন তদন্তের নির্দেশ দিয়েছে। আমরা তদন্ত করেছি। কেউ বলেনি ইউএনও নির্বাচনে প্রভাব বিস্তার করছেন। তবে অভিযোগের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।’

এ সম্পর্কিত আরও খবর