মাঠে মাঠে দুলছে কৃষকের স্বপ্ন!

নড়াইল, দেশের খবর

শরিফুল ইসলাম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নড়াইল, বার্তা২৪.কম | 2023-09-01 16:01:58

যেদিকে চোখ যায় সেদিকেই সবুজের সমারোহ। যেন চৈত্রের বাতাসে মাঠে মাঠে দুলছে কৃষকের স্বপ্ন। এমন দৃশ্য এখন দেখা যায় নড়াইলের প্রতিটি মাঠে। ভালো ফলনের পাশাপাশি বোরো ধানের সঠিক মূল্য পাবে বলে কৃষকরা আশায় বুক বাঁধছে। আর তা দিয়ে পুষিয়ে নিতে পারবে বিগত বছরের ক্ষতি।

সরেজমিনে দেখা গেছে, কেউ জমির আগাছা পরিষ্কার করছে, কেউবা জমিতে সার বা কীটনাশক দিচ্ছে। ভালো ফলনের আশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করছে কৃষকরা।

সদর উপজেলার সিমানন্দপুর গ্রামের ইশরাত শেখ বলেন, ‘চলতি মৌসুমে এক একর জমিতে বোরো ধান আবাদ করেছি, আশা করছি ভালো ফলন হবে।’

লোহাগড়া উপজেলার দেবি গ্রামের দুখু মিয়া বলেন, ‘বিগত সময়ে আমরা ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছি। সরকার বেশি দামে ধান কিনলেও আমাদের মতো সাধারণ কৃষকদের কাছ থেকে ক্রয় করে না। তাই আমরা সঠিক দাম পাই না। কৃষি বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

কালিয়া উপজেলার নওয়াগ্রামের শেখ বাদশা মিয়া বলেন, ‘বোরো আবাদে আমাদের খরচ একটু বেশি হয়। কারণ তখন জমিতে পানি, সার, কীটনাশক দিতে হয়। অথচ ধানের দাম থাকে মাত্র ৫৫০ থেকে ৬০০ টাকা মণ। এতে আমাদের খরচ ওঠে না। তবে ধান প্রতি মণ কমপক্ষে ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি করতে পারলে আমরা লাভবান হব।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চিন্ময় রায় বলেন, ‘এবার ৪৪ হাজার ৫৮০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৬০ হেক্টর বেশি জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর