বেনাপোলে ২০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর, দেশের খবর

Shadrul Abedin | 2023-08-22 23:58:17

যশোরের বেনাপোল সীমান্তে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বারসহ জিকরুল ইসলাম (৪০) নামের এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা। যার ওজন দুই কেজি ৬০০ গ্রাম।

বুধবার(২০ মার্চ) দুপুর ১টার দিকে বেনাপোল সীমান্তের আমড়াখালী চেকপোস্টে স্বর্ণের বারসহ তাকে আটক করে। আটক জিকরুল নড়াইলের মঙ্গলপুর গ্রামের আলেক মোল্যার ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তে নিরাপত্তা জেরদার করে। পরে বেনাপোল সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোস্টে সন্দেহভাজন ওই ব্যক্তির শরীর তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৪০ লাখ টাকা।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বার্তা২৪.কমকে জানান, আটককৃত স্বর্ণপাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরও খবর