বেনাপোলে পিকআপ ভ্যানের চাপায় ছাত্রীর পা বিচ্ছিন্ন, অবরোধ

যশোর, দেশের খবর

আজিজুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, বোনপোল, বার্তা২৪.কম | 2023-09-01 23:39:46

যশোর-বেনাপোল মহাসড়কের নাভরনে স্কুল যাওয়ার পথে পিকআপ ভ্যানের চাপায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আরও দুই ছাত্রী গুরুতর আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্কুলছাত্রীর পা হারানোর ঘটনায় যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা। বেনাপোল ফায়ার ষ্টেশন মাষ্টার তৌহিদুর রহমান বার্তা২৪.কমকে জানান, বুধবার (২০মার্চ) সকালে তারা ওই পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, মহাসড়ক অবরোধের কারণে যশোরের সাথে বেনাপোল ও সাতক্ষীরার যোগাযোগ বন্ধ রয়েছে। এমনকি বেনাপোল বন্দরে শত শত পণ্যবাহী ট্রাক ও বাস আটকা পড়েছে।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে ওই মহাসড়কের নাভভরন স্কুলের সামনে সড়ক দুর্ঘটনা ঘটে। ভ্যানে চড়ে তিন ছাত্রী স্কুলে যাচ্ছিল। এ সময় যশোর থেকে দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান ছাত্রীদের বহনকারী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ছাত্রীরা ভ্যান থেকে ছিটকে পড়ে। এ সময় নিপা নামের এক ছাত্রীর পা পিকআপ ভ্যানের চাকায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নিপা শার্শা উপজেলার নাভরন বুরুজ বাগান গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। সে বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

আহত আরও দুই ছাত্রী হলো- একই স্কুলের নবম শ্রেণির ছাত্রী রিপা ও সপ্তম শ্রেণির ছাত্রী স্মৃতি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডোল বলেন, এমন ঘটনা দুঃখজনক। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

স্কুলের প্রধান শিক্ষক মোমিনুর রহমান জানান, চালকের অসতর্কতায় এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমেছে।

এ সম্পর্কিত আরও খবর