খাগড়াছড়িতে হরতাল প্রত্যাহার

খাগড়াছড়ি, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, খাগড়াছড়ি, বার্তা২৪.কম | 2023-09-01 06:05:35

খাগড়াছড়িতে হরতালের শুরুতেই তা প্রত্যাহার করে নিয়েছে বাঙালি ছাত্র পরিষদ। বুধবার (২০ মার্চ) ভোর ৬টায় হরতাল শুরু হলেও সকাল ১০টায় তা প্রত্যাহার করে নেয় সংগঠনটি।

হরতাল প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম।

এদিকে আজ ভোরে হরতালের শুরুতে খাগড়াছড়িতে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ করা হয়। ওই সময় দূর পাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। সকালে বন্ধ ছিল জেলা সদরের অধিকাংশ দোকান। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নির্বাচনী কর্মকর্তা ও আনসার সদস্যসহ ৭ জনকে হত্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে হত্যাসহ নারী সাংসদ বাসন্তী চাকমার অপসারণের দাবিতে এই হরতালের ডাক দেয় বাঙালি ছাত্র পরিষদ।

এ সম্পর্কিত আরও খবর