বগুড়ায় মুক্তিযোদ্ধাদের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম

বগুড়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 15:48:45

বগুড়ায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আয় বৃদ্ধিমূলক কার্যক্রম উদ্বোধন করেছে টিম ক্র্যাকড নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার (১৫ মার্চ) বেলা ১১টায় বগুড়া পৌরসভার হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংগঠনের স্যোসাল ওয়েলফেয়ার পরিচালক ডাঃ  রোকনুজ্জামান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যক্রমের প্রথম দফায় বগুড়ার ১৭ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও আয় বৃদ্ধিমূলক কার্যক্রমের আওতায় নিয়ে আসা হয়।

টিম ক্র্যাকডের সমন্বয়ক পল্লব ঘোষ বার্তা২৪.কম-কে জানান, মুক্তিযুদ্ধের এতগুলো বৎসর পরও এই বীর যোদ্ধারা অবহেলায় থাকবে, এটা সত্যিকার অর্থে হতাশার ও লজ্জার। সেজন্য প্রাথমিক পর্যায়ে ১৭ জন সুবিধাবঞ্চিত মুক্তিযোদ্ধাদের এই কার্যক্রমের আওতায় এনেছি।

সংগঠনেরর সহকারী পরিচালক পলাশ সরদার বলেন, আয় বৃদ্ধির কার্যক্রম হিসেবে তাদের সবাইকে একটি করে গাভী ক্রয় করে দেওয়া হয়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফাউন্ডেশনের পরিচালক আহসানুল কবির ডালিম। এছাড়াও অন্যদের মাঝে বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহামুদ খান রনি, বগুড়া জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ সভাপতি ডাঃ সামির হোসেন মিশু, সম্মলিত সৃংস্কৃতি জোটের সভাপতি তৌফিক হাসান ময়না ও সাধারণ সম্পাদক আবু সাইদ, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, পার্ল পাঠশালার চেয়্যারম্যান শিশির মোস্তাফিজ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর