তিতাস গ্যাসফিল্ডে আগুন, দুই কূপের উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া, বার্তা২৪.কম | 2023-08-30 17:19:15

ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ফিল্ডের ১নং লোকেশনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিতাস ফিল্ডের ১ ও ২নং গ্যাস ক্ষেত্রের উৎপাাদন সাময়িক বন্ধ রয়েছে। ফলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকালে ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ক্ষেত্রের ১নং লোকেশনের ফ্লেয়ার লাইনের পাশে আগুনের সূত্রপাত হয়। গ্যাস ফিল্ডের নিজস্ব তিনটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গ্যাস ফিল্ড সূত্রে জানা যায়, বিকেলে প্রায় সাড়ে ৫টায় গ্যাস ক্ষেত্রের ১নং লোকেশনের ফ্লেয়ার লাইনের পাশে জমে থাকা কনডেনসেড (অপরিশোধিত জ্বালানি তেল) থেকে আকস্মিকভাবে অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তেই আগুন কয়েকশ ফুট উপরে উঠে যায়। এতে ফিল্ডের অভ্যন্তরে উদ্বেগ, উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

পাশেই ফিল্ডের সংস্কার কাজ চলছিল। আগুনের খবর পেয়ে কর্মকর্তারা দ্রুত ছুটে যান। এ সময় ফ্লেয়ার লাইনের কয়েকশ গজের মধ্যেই তিতাস গ্যাস ক্ষেত্রের ১ ও ২নং কূপ থাকায় দ্রুত এসব কূপের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এতে এসব কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তৌফিকুর রহমান তপু জানান, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের বিষয়টি তদন্ত করে দেখা হবে।

এ সম্পর্কিত আরও খবর