পূর্বধলায় ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নেত্রকোনা, বার্তা২৪.কম | 2023-08-11 04:13:23

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জালশুকা রেলগেইট এলাকায় ট্রাকচাপায় হাসান (৯) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের দুর্ঘটনাটি ঘটে। নিহত হাসান ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার চরখালী বাজাইল গ্রামের আলী হোসেনের ছেলে এবং ভাটিপাড়া বালারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুর রহমান জানান, ফুলবাড়িয়া উপজেলার চরখালী ও ভাটিপাড়া বালারচর এলাকার ৪০ থেকে ৪৫ জন শিশু কিশোর সকালে দুর্গাপুরে পিকনিক করার জন্য বাসযোগে রওনা দেয়। সকাল ১০টার দিকে বাসটি পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জালশুকা রেলগেইট এলাকায় কিছু সময়ের জন্য থামে। এ সময় শিশু-কিশোররা প্রকৃতির ডাকে (প্রশ্রাব করতে) সাড়া দিতে রাস্তা পারাপারের সময় দূর্গাপুরগামী একটি দ্রুতগতির ট্রাক হাসানকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকের চালক নাজমুল ইসলাম (২৪) ও হেলপার সাইফুল ইসলামকে (১৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরও খবর