বিজিবির সঙ্গে সংঘর্ষ: গ্রামবাসীর পক্ষে এজাহার গ্রহণের নির্দেশ

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, ঠাকুরগাঁও, বার্তা২৪.কম | 2023-08-24 00:24:24

সম্প্রতি ঠাকুরগাঁওয়ে বিজিবি-গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় গ্রামবাসীর পক্ষ থেকে থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। ওই ঘটনায় গ্রামবাসীর পক্ষ থেকে দেয়া এজাহারটি গ্রহণের জন্য হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার তদন্ত প্রতিবেদন দ্রুত জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে হরিপুর আমলি আদালতের বিচারক ফারহানা খান এই আদেশ দেন। আগামী ১১ এপ্রিল ওই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন বিচারক।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি-গ্রামবাসীর মধ্যে গরু নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ জন গ্রামবাসী নিহত হন।

এ সম্পর্কিত আরও খবর