ভাড়াটে লোকজন ভয় দেখাচ্ছে নৌকার কর্মীদের!

ঝালকাঠি, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঝালকাঠি, বার্তা২৪.কম | 2023-08-30 07:15:56

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আরিফুর রহমান।

রোববার (১০ মার্চ) দুপুরে শহরের আমতলা সড়কের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকের প্রার্থী খান আরিফুর রহমান অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি ভাড়াটে লোকজন নিয়ে নৌকার প্রচারণায় নামা কর্মী-সমর্থকদের নানা ভয়ভীতি দেখাচ্ছেন। এ ঘটনায় খান আরিফুর রহমান জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- প্রার্থীর মুখপাত্র আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এসএম রুহুল আমীন রিজভী। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশীদ হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা।

এদিকে ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী হলেও তার কর্মী-সমর্থকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ছবি দিয়ে হ্যান্ডবিল বিতরণ করেছে। এ কারণে সাইদুর রহমান নামে এক যুবককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার ভূমি লুৎফুননেছা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সম্পর্কিত আরও খবর