কাঙ্ক্ষিত গুপ্তধন পেয়ে খুশি কৃষকরা!

গাইবান্ধা, দেশের খবর

তোফায়েল হোসেন জাকির, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪.কম | 2023-08-24 04:16:52

গত বছরের তুলনায় গাইবান্ধায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকের মুখে ফুটেছে হাসির ঝিলিক।

জানা গেছে, আলুর উপর নির্ভরশীল গাইবান্ধা জেলার কৃষকরা। আলু বিক্রির টাকা দিয়েই পরিবারের চাহিদা মেটান তারা। তাই মাটির নিচে বড় হওয়া আলুই যেন তাদের গুপ্তধন। আর এবার কাঙ্ক্ষিত গুপ্তধন পেয়ে খুশি কৃষকরা।

এবার জেলার ধাপেরহাট, ভাতগ্রাম ইদিলপুর ও রসুলপুর, জামালপুর এলাকায় প্রচুর পরিমাণে আলু উৎপাদিত হয়েছে।

ধাপেরহাট এলাকার কৃষক শাহারুল ইসলাম জানান, প্রতি একরে আলু চাষাবাদে খরচ হয় প্রায় ৫০ হাজার টাকা। এবার প্রতি একরে আলু উৎপাদন হয়েছে প্রায় ২৫০ মণ। বর্তমান বাজারে প্রতি মণ আলু (প্রকার ভেদে) ৫০০ থেকে ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে করে লাভ ভালোই হচ্ছে।

কৃষক মধু মণ্ডল জানান, ধাপেরহাট আরভি হিমাগারে এক বস্তা আলু সংরক্ষণ করতে ৩০০ থেকে ৩৩০ টাকা খরচ হয়। দেশীয় পদ্ধতিতে কৃষকরা বাড়িতে আলু সংরক্ষণ করলে খরচ পড়বে প্রতিবস্তা মাত্র ২০ থেকে ২৫ টাকা। ৬-৭ মাস পর ওই আলু প্রতি মণ ৬-৭শ টাকা দরে বিক্রি করা সম্ভব।

গাইবান্ধা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের মিয়া জানান, এ অঞ্চলের কৃষকরা দেশি জাতের আলু ছাড়াও হাইব্রিড জাতের কার্ডিনাল, ডায়মন্ড, স্ট্রিট এবং গ্যানোলা জাতের আলু চাষ করেছে। ইতোমধ্যে কৃষকরা জমি থেকে আলু তুলতে শুরু করেছে।

কৃষি কর্মকর্তা খাজানুর রহমান জানান, চলতি মৌসুমে ১ হাজার ৫৭ হেক্টর জমিতে আলু চাষাবাদ হয়েছে। মৌসুমের শুরু থেকে কৃষকদের সার্বিকভাবে পরামর্শ দেওয়া হয়েছিল। এবারে কৃষকরা তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে।

এ সম্পর্কিত আরও খবর