নেত্রকোনায় নির্বাচনী প্রচারণা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নেত্রকোনা, বার্তা২৪.কম | 2023-08-02 19:36:42

উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা নিয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী ফজলুল হক ফজলুর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয়পক্ষের অন্তত ১০ জন কর্মী-সমর্থক আহত হয়েছে। আহতদের নাম জানা যায়নি। আহতদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

এছাড়া স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় নামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস সংঘর্ষ চলাকালে আত্মরক্ষার্থে ব্যক্তিগত শটগান থেকে ৭ রাউন্ড গুলি বর্ষণ করেন বলে তিনি সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন।

মঙ্গলবার (৫ মার্চ) রাত আটটার দিকে উপজেলার কৈলাটি বাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে কলমাকান্দার শিধলি তদন্ত কেন্দ্রের পুলিশ (ফাঁড়ি) ঘটনাস্থলে দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বুধবার (৬ মার্চ) সকালে কলমাকান্দা থানার ওসি মাজহারুল করিম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরবর্তীতে এ ঘটনার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষে নিজের আত্মরক্ষার্থে উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস ৭ রাউন্ড গুলি বর্ষণ করার বিষয়টি শুনেছেন বলেও জানান ওসি।

এ সম্পর্কিত আরও খবর