নড়াইলে নৌকার পথের কাঁটা বিদ্রোহীরা!

নড়াইল, দেশের খবর

শরিফুল ইসলাম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নড়াইল, বার্তা২৪.কম | 2023-08-29 04:48:46

উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে নড়াইলের তিন উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী মনোনীত করেছে আওয়ামী লীগ। তবে এসব উপজেলায় বিদ্রোহী প্রার্থী হিসেবে দলটির একাধিক নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে নৌকার জয়ের পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে নিজ দলের প্রার্থীরাই। তবে শেষ পর্যন্ত বিদ্রোহী প্রার্থীরা থাকবেন কিনা, তা দেখতে অপেক্ষা করতে হবে মনোনয়ন প্রত্যাহারের দিন পর্যন্ত।

এদিকে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করে নৌকা প্রতীককে জয়ী করতে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভা করেছে জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য সাঈফ হাফিজুর রহমান খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী, জেলা পরিষদের চেযারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, নড়াইলের তিনটি উপজেলায় জননেত্রী শেখ হাসিনা মনোনীত দলীয় প্রার্থীদের নৌকা প্রতীকে ভোট দিতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উপজেলা নির্বাচনে তিনটি উপজেলার চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীদের জয়ী করতে হবে।

দলের স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্যও অনুরোধ জানান বক্তারা।

জানা গেছে, নড়াইলের তিনটি উপজেলায় তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী ইতোমধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্ব শেষ হয়েছে। আগামী ৭ মার্চ প্রত্যাহার এবং ২৪ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সদর উপজেলায় নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুকে। এখান থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছেন নড়াইল পৌর যুবলীগের সভাপতি বিপ্লব বিম্বাস বিলো। এছাড়া মিলন মল্লিক জাতীয় পার্টির ও এনপিপির নুরুল ইসলাম ভোটের মাঠে আছেন।

লোহাগড়ায় চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা রাশিদুল বাশার ডলার। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন স্বতন্ত্র প্রার্থী লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জামানও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন ভোটের প্রচারণায়। এছাড়া এনপিরি প্রার্থী হিসেবে মারুফ হোসেন নামে আপর একজন লড়ছেন।

কালিয়ায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। এখানেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খান শামীমমূর রহমান ওছি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ। এছাড়া এনপিপির (ছালু) প্রার্থী নূর আলমও লড়ছেন।

এ সম্পর্কিত আরও খবর