আমার নাম ভাঙিয়ে কেউ প্রতারণা করলে অবহিত করবেন: মাশরাফি

নড়াইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 15:30:25

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘আমার বা আমার পরিবারের নাম ভাঙিয়ে কেউ যদি চাকুরি থেকে শুরু করে যেকোনো প্রকার সুযোগ-সুবিধা গ্রহণ করতে চায় বা প্রতারণা করে, সে বিষয়ে আপনারা আমাকে অবহিত করবেন।’

তিনি বলেন, ‘সবাই একসাথে কাজ করে নড়াইলকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলব। নড়াইলকে মাদকমুক্ত, উন্নত ও সুন্দর বাসযোগ্য করতে স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা প্রয়োজন এবং এ বিষয়ে আমার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা দেব।’

নড়াইল জেলার পদস্থ কর্মকর্তাদের সাথে প্রথম মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য সৌমেন চন্দ্র বসু প্রমুখ।

সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত, জনস্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, নির্বাহী প্রকৌশলী, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ, সরকারি কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর