পঞ্চগড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, থাকবে আরও একদিন

পঞ্চগড়, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পঞ্চগড়, বার্তা২৪.কম | 2023-08-18 07:07:06

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে উত্তরবঙ্গসহ পঞ্চগড়ে এই বৃষ্টিপাত দেখা দিয়েছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর থেকে শুরু হওয়া এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, এই বৃষ্টিপাত বুধবার দুপুর ১২টা পর্যন্ত রেকর্ড হয়েছে শূন্য দশমিক ৬ মিলিমিটার। এতে করে সকালে সূর্যের মুখ দেখা যায়নি। তবে দুপুর ১২টার পর একটু একটু করে দেখা দেয় সূর্য। বৃষ্টির কারণে প্রায় জনশূন্য রয়েছে বাজারগুলো।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে উত্তরবঙ্গসহ পঞ্চগড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা দিয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এ সম্পর্কিত আরও খবর