ফিরেছেন সেন্টমার্টিনে আটকা পড়া দুই হাজার পযর্টক

কক্সবাজার, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, টেকনাফ, বার্তা ২৪.কম | 2023-08-09 05:13:01

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে আটকা পড়া দুই হাজার পর্যটক টেকনাফে ফিরেছেন।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে টেকনাফের দমদমিয়া জেটি ঘাটে পৌঁছায় এসব পর্যটকবাহী ৬টি জাহাজ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান বার্তা২৪.কম-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, 'বৈরী আবহাওয়ার কারণে সোমবার কোন জাহাজ সেন্ট মার্টিন যেতে দেওয়া হয়নি। এর ফলে দ্বীপে থাকা পর্যটকরা ফিরতে পারেনি। মঙ্গলবার আবহাওয়ার স্বাভাবিক হওয়ায় ৬ জাহাজকে শর্ত সাপেক্ষে সেন্ট মার্টিন যেতে অনুমতি দেয়া হয়। এ সব জাহাজ বেলা ১১টার পরে পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায় এবং ফেরার সময় দ্বীপে আটকা পড়া পর্যটকদের নিয়ে আসেন।'

এ সম্পর্কিত আরও খবর