কক্সবাজারে যুবককে পুড়িয়ে হত্যা

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা ২৪.কম | 2023-08-29 10:01:00

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ইসলাবাদ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বার্তা ২৪.কম-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত ওই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তাকে কে বা কারা হত্যার পর আগুনে পুড়িয়ে দেয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর