খোয়াই নদীতে ২টি ড্রেজার ধ্বংস

হবিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, হবিগঞ্জ, বার্তা২৪.কম | 2023-08-25 03:20:10

হবিগঞ্জে খোয়াই নদীতে দুটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও দুটি ড্রেজার বিকল করে দেওয়ার পর বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ কর হয় ।

রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের যশেরআব্দা এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত রানা ও আনিসুর রহমান খান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত রানা জানান, খোয়াই নদীর বিভিন্ন অংশ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি মহল। রোববার দুপুরে শহরের যশেরআব্দা এলাকায় অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

তিনি আরও জানান, পরে খোয়াই নদীর মাছুলিয়া অংশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এছাড়া হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবৈধভাবে গড়ে উঠা বেশ কয়েকটি ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠানগুলো অপসারণ করা হয়েছে। অভিযানে সহযোগিতা করে সদর মডেল থানার একদল পুলিশ।

উল্লেখ্য, শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে খোয়াই নদীর যশেরআব্দা এলাকার চরে অবৈধভাবে মাটি তুলতে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন এবং চার শ্রমিক আহত হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর