উপজেলা নির্বাচন: নড়াইলে নৌকার প্রতিদ্বন্দ্বী আ.লীগ!

নড়াইল, দেশের খবর

শরিফুল ইসলাম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নড়াইল, বার্তা২৪.কম | 2023-08-24 14:06:35

আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে চলছে দলগুলোর প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া। তবে নড়াইলে উপজেলা নির্বাচনে নৌকার বিপক্ষে মাঠে নামছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা।

জানা গেছে, বিএনপি ও ঐক্যফ্রন্টের শরিক দলগুলো উপজেলা নির্বাচনে প্রার্থী না দেওয়ায় নৌকার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীরাই। নড়াইলের ৩টি উপজেলায় আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেয়ার শেষ দিন, ২৮ ফেব্রুয়ারি বাছাই এবং ৭ মার্চ মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য আছে।

এদিকে শনিবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় তৃতীয় ধাপের চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। যাদের মধ্যে- নড়াইল সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলায় জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা রাশিদুল বাশার ডলার এবং কালিয়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ নৌকা প্রতীক পেয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দলীয় মনোয়ন না পেয়ে নড়াইলের ৩টি উপজেলায় স্বতন্ত্রপ্রার্থী হিসাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন অনেকে। ইতোমধ্যে সদর উপজেলায় স্বতন্ত্রপ্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জেলা পরিষদের সদস্য ও নড়াইল পৌর যুবলীগের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো। তিনি বার্তা২৪.কম’কে বলেন, ‘আমি জেলা পরিষদের সদস্যপদ থেকে পদত্যাগ করেই চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করবো।’

এদিকে, লোহাগড়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হতে চান আওয়ামী লীগের একাধিক প্রার্থী। লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু বার্তা২৪.কম’কে বলেন, ‘আমি এখন ঢাকায় আছি। আমার নামে ইতোমধ্যে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে এলাকায় ফিরে উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’

তবে এই উপজেলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামানও স্বতন্ত্রপ্রার্থী হিসাবে লড়বেন বলে শোনা যাচ্ছে।

অন্যদিকে, কালিয়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। তবে স্বতন্ত্রপ্রার্থী হিসাবে এখানে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদসহ একাধিক প্রার্থী।

কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ বার্তা২৪.কম’কে বলেন, ‘আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করবো।’

এ সম্পর্কিত আরও খবর