শাহরাস্তিতে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ২ কোটি টাকার ক্ষতি

চাঁদপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চাঁদপুর, বার্তা২৪.কম | 2023-08-26 00:59:50

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে আলামিন হোটেলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে আনতে চাঁদপুর হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ফায়ার সার্ভিস কাজ করে।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো- আল আমিন হোটেল, ডাচ-বাংলা এজেন্ট শাখা, পাটোয়ারী টেলিকম, সামিয়া এন্টারপ্রাইজ, কালাম ষ্টোর ১, কালাম ষ্টোর ২, জনতা বেকারি, শাকিব ষ্টোর ও মা টেলিকম।

ওয়ারুক বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি নজরুল ইসলাম বলেন, 'বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আটটি দোকান পুড়ে ছাই হয়। চারটি দোকান আংশিক ক্ষতি হয়।'

পাটোয়ারী টেলিকম এর স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন বলেন, 'আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিচালিত। আমাদের সব শেষ হয়ে গেল।'

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ আহমেদ বলেন, 'অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজীগঞ্জ ও শাহরাস্তি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। অগ্নিকাণ্ডে ১৩ টি দোকানের প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর