রংপুরে ই-ট্রাফিকিং এলইডি মনিটর স্থাপন

রংপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম | 2023-08-28 09:25:56

ট্রাফিক আইনের ব্যাপারে জনসচেতনতা বাড়াতে রংপুর মহানগরীর ব্যস্ততম একটি সড়কে স্থাপন করা হয়েছে ই-ট্রাফিকিং এলইডি মনিটর। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জাহাজ কোম্পানি মোড়ে ট্রাফিক ব্যবস্থার নতুন এ সংযোজনের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আলীম মাহমুদ।

নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানিয়ে আরপিএমপি কমিশনার বলেন, আমাদের উচিৎ ট্রাফিক আইন জানা এবং মেনে চলা। ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা কমবে।

অনুষ্ঠানে বাংলার চোখ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফি সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটো, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, আওয়ামী লীগের সভাপতি শফিয়ার রহমান শফি, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান সিদ্দিকী রনি, রয়্যালটি মেগা মোলের চেয়ারম্যান তৌহিদ হোসেন আশরাফী প্রমুখ।

রয়্যালটি মেগা মোলের অর্থায়নে স্থাপন করা তিনটি মনিটরে সার্বক্ষণিক জনসচেতনতামূলক ট্রাফিক আইনের বিজ্ঞাপন ছাড়াও রংপুরকে ঘিরে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র প্রচার করা হবে।

এ সম্পর্কিত আরও খবর