২৪ মাস ধরে বেতন-ভাতা বন্ধ রয়েছে ইউসিসিএ’র কর্মচারীদের

হবিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, হবিগঞ্জ, বার্তা২৪.কম | 2023-08-27 02:13:52

প্রায় ২৪ মাস ধরে বেতন-ভাতা বন্ধ রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত বিআরডিবির মূল কর্মসূচি ‘উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি’র (ইউসিসিএ) কর্মকর্তা কর্মচারীদের। বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন হবিগঞ্জ জেলায় কর্মরত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) প্রায় শতাধিক পরিবার। অনাহারে অর্ধাহারে দিনানিপাৎ করছেন ওই পরিবারগুলো। বন্ধ হওয়ার পথে রয়েছে ছেলে মেয়েদের লেখাপড়াও।

২৪ মাস ধরে বন্ধ থাকা বেতন-ভাতা প্রদানসহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছেন হবিগঞ্জ জেলায় কর্মরত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- ‘উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি’র (ইউসিসিএ) কেন্দ্রীয় কমিটির সদস্য সাব্বির হোসেন, হবিগঞ্জ জেলা ইউসিসিএ’র সভাপতি আব্দুল হক, সহ সভাপতি আহমেদ আলী, সাধারণ সম্পাদক শরিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক সুহেল মিয়া, যুগ্ম সম্পাদক আনোয়ারা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল খায়ের প্রমুখ। এছাড়া ইউসিসি’তে কর্মরত সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা জানান- প্রতিষ্ঠালগ্ন থেকে ইউসিসিএ ১১৪টি সরকারি প্রকল্প বাস্তবায়ন করেছে। অথচ ইউসিসিএ’র কর্মচারীরা এখনও উপেক্ষিত।

অনেক আন্দোলনের পর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর ২০১০ সালে ৪৪তম বোর্ড সভায় ৭ সদস্য কমিটি গঠন করে আমাদের বিভিন্ন দাবির সুপারিশ করা হয়। পরবর্তীতে ২০১২ সালের ১১ এপ্রিল এক সভায় বিআরডিবির মূল কর্মসূচী ইউসিসি’র কর্মচারীদের চাকরি সরকারি রাজস্ব বাজেটে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু দীর্ঘ ৭ বছরেও এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি।

এছাড়াও ইউসিসিএর কর্মচারীদের বেতন-ভাড়া প্রায় ১৮/২৪ মাস ধরে বন্ধ রয়েছে। যার কারণে মানবেতর জীবন যাপন করছেন ওই পরিবারগুলো। অনতি বিলম্বে তারা এ অবস্থার অবসান চান।

মানববন্ধন শেষে ৩ দফা দাবিতে হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এ ব্যাপারে হবিগঞ্জ জেলা ইউসিসিএ’র সভাপতি আব্দুল হক বলেন- ‘দীর্ঘ ১৮/২৪ মাস ধরে আমাদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। এ অবস্থায় হবিগঞ্জে আমাদের প্রায় শতাধিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। আর্থিক দুরবস্থার কারণে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হওয়ার পথে।’

তিনি বলেন, ‘আমাদের অনেকেই ৫৯ বছর হওয়ায় অবসরে গিয়েছেন। কিন্তু এখনও তারা বেতন ও পেনশন পাননি। আমরা দ্রুত বেতন-ভাতা প্রদানসহ ভিভিন্ন দাবি-দাবা পূরণ করার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানাচ্ছি।’

এ সম্পর্কিত আরও খবর