যশোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

যশোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, যশোর, বার্তা২৪ | 2023-08-21 20:40:47

যশোরের চৌগাছায় দলীয় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবদুল বারিক (৪৫) নামে এক ওয়ার্ড যুবলীগ নেতা খুন হয়েছেন।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে ফুলসারা ইউনিয়নের চারাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই আনিছুর রহমান (৪০) মারাত্মক আহত হয়েছেন। নিহত আবদুল বারিক ফুলসারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চারাবাড়ি গ্রামের আজিজুর রহমানের ছেলে।

চৌগাছা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) এসএম আকিকুল ইসলাম বলেন, ‘নিহত ও হামলাকারীদের বিরুদ্ধে পরস্পর বিরোধী একাধিক মামলা রয়েছে। স্থানীয়ভাবে একাধিকবার মিমাংসার চেষ্টা করা হলেও সেটি মেটেনি। পূর্ব শত্রুতার জের ধরে রোববার নান্নু, জুলু, আরিফসহ পাঁচ-ছয় জন অতর্কিত হামলা করে। এ ঘটনায় আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে।’

চৌগাছা উপজেলা যুবলীগের আহবায়ক ও চৌগাছা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয় বলেন, ‘যুবলীগ নেতা আবদুল বারিকের খুনিরা গত জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন আওয়ামী লীগে যোগদান করেছিলেন।’

চৌগাছা হাসপাতালে নিহতের ভাই আবুল বাশার সাংবাদিকদের জানান, ‘দুই ভাই আবদুল বারিক ও আনিছুর রহমান নিজেদের একটি পুকুরে মাছ ধরছিলেন। এসময় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা হামলা করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে আনা হয়।’

চৌগাছা ৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুরাইয়া পারভীন বলেন, ‘হাসপাতালে আনার আগেই আবদুল বারিকের মৃত্যু হয়েছে। আর আনিছুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে। নিহত ও আহত উভয়ের শরীরের একাধিক স্থানে দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর