আত্মসমর্পণ করতে এসে নিজেকে নির্দোষ দাবি

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-14 23:56:01

ইয়াবার কারবার ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন কক্সবাজারের টেকনাফের এনামুল হক এনাম। আত্মসমর্পণ অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন এনামুল হক।

এ সময় তিনি সাংবাদিকরকে প্রতিবেদন প্রকাশে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান। একই বক্তব্যে তিনি নিজেকে মাদক ব্যবসায়ী দাবি করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইজিপি ড. জাবেদ পাটোয়ারী সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এনাম তার অনুভূতি প্রকাশ করেন।

বক্তৃতার শুরুতে এনামুল হক বলেন, ‘আমার অনুভূতিগুলো প্রকাশ করলে একটু ভিন্নমত হয়ে যায়। আমি সেই এনাম, ২০১৬ সালে ১০ মাস কারাগারে বন্দী থাকা অবস্থায় টেকনাফ সদর ৮নং ওয়ার্ডে জনগণের বিপুল ভোটে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হই, আমার জীবনটা তছনছ করে দিয়েছে একটি মহল। আমাকে বিভিন্নভাবে আসামি করা হয়েছে।’

এনামুল হক তার বক্তব্যে বলেন, ‘সীমান্ত এলাকায় জন্ম নেওয়ায় আমার পাপ হয়েছে। আমাকে সাংবাদিকরা বড় বড় অক্ষরে গডফাদার হিসেবে পুলিশের নজরে এনেছে। আলোচিত করা হয়েছে আমার ব্যাংক-ব্যালেন্স, আমার রাজপ্রাসাদ বাড়ি, কোটি টাকার সম্পত্তি।’

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কলম সৈনিক আপনাদের লেখায় একজন মানুষ সুন্দর জীবনযাপন করতে পারে আবার আপনাদের লেখায় একজন নিরপরাধ মানুষকে অপরাধী বানাতে পারে।’

তিনি বলেন, ‘আমি গডফাদার না, আমি সাধারণ এনাম। স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারলে টেকনাফকে মাদক মুক্ত করবো। একটি সুন্দর জীবনের জন্য সর্বপ্রথম আমি আত্মসমর্পণ করবো বলে বলছিলাম।’

মন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা যারা মাদক ব্যবসায়ী এখানে আত্মসমর্পণ করছি, আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করেন, টেকনাফবাসীর কাছে কথা দিচ্ছি, টেকনাফকে আমরা মাদকমুক্ত করবো। আমাদের একটিবার সুযোগ দিন, আমরা সুন্দর সমাজ উপহার দেব।’

এর আগে দেশে প্রথমবারের মতো ১০২ জন ইয়াবা কারবারি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। তারা সাড়ে তিন লাখ পিস ইয়াবা, ৩০টি দেশীয় এল.জি আর ৭০টি তাজা কার্তুজ নিয়ে প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

এ সম্পর্কিত আরও খবর