দুর্গন্ধের নগরী বাগেরহাট বিসিক

বাগেরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বাগেরহাট, বার্তা২৪.কম | 2023-08-26 16:58:38

দুই দশক আগে গড়ে ওঠা বাগেরহাটের ক্ষুদ্র ও কুটির শিল্প নগরী (বিসিক) নানা সমস্যায় জর্জরিত। এখানের অধিকাংশ সড়ক খানাখন্দে ভরা থাকার কারণে পণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া নেই সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা। এতে বর্জ্য অপসারণ করতে না পারায় ছড়াচ্ছে দুর্গন্ধ। এসব সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও তারা ব্যবস্থা নিচ্ছে না।

জানা গেছে, প্রায় ২০ একর জমির উপর ১৯৯৬ সালে বাগেরহাট শহরের দড়াটানা এলাকায় গড়ে তোলা হয় ক্ষুদ্র ও কুটির বিসিক শিল্প নগরী। এখানে ৫০টি ইউনিটের মধ্যে ৪২টি ছোট-বড় কারখানা উৎপাদনে রয়েছে। কারখানার মধ্যে আছে নারিকেল তেল মিল, অটো রাইস ও ডাল মিলসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান।

বাগেরহাট বিসিকের রাইস মিল মালিক হোসেন আলী বলেন, ‘বিসিক গড়ে ওঠার পর এখানে ব্যবসা শুরু করি। এখানে অধিকাংশ সড়কে ছোট-বড় গর্ত সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে ভোগান্তি আরও বেড়ে যায়। তখন বৃষ্টির পানি মিলে ঢুকে ধান-চাল ভিজে যায়। এতে প্রতি বছর আর্থিক ক্ষতি হচ্ছে। এছাড়া সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা নেই। এতে বর্জ্য অপসারণ করতে না পারায় ছড়াচ্ছে দুর্গন্ধ।’

বাগেরহাট বিসিকের শক্তি ডাল মিলের মালিক স্বপন কুমার বসু বলেন, ‘আমরা যারা এখানে শিল্প কারখানা গড়ে তুলেছি, তারা সবাই সময় মতো সরকারকে ট্যাক্স পরিশোধ করছি। অথচ বিসিক শিল্প নগরীতে এখনো গড়ে ওঠেনি পর্যাপ্ত সুযোগ-সুবিধা।’

বাগেরহাট বিসিকের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সুব্রত কুমার মণ্ডল জানান, সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।

এ সম্পর্কিত আরও খবর