‘ভাইয়াদের ভালোবাসায় আমরা খুশি’

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 10:21:59

‘আজ নাকি ভালোবাসা দিবস। ভাইয়ারা আমাদের অনেক ভালোবাসে, আমাদের জন্য ভালো ভালো খাবার আনছে, কম্বল আনছে। তারা অনেক ভালো। ভালোবাসি ভাইয়াদের, আই লাভ ইউ ভাইয়া।’

বৃহস্পতিবার দুপুরে ঠিক এভাবেই প্রতিক্রিয়া প্রকাশ করেন ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে আরএসডিও প্রতিবন্ধী স্কুল ও পূনর্বাসন কেন্দ্রের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী নাজমুল ইসলাম, সুমি ও ইমরান।

‘ভালোবাসা হোক মানবতার, ভালোবাসা হোক সবার জন্য’-এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ওই স্কুলের প্রায় ৩০ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ করে নবীন আলো নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী, আরএসডিও প্রতিবন্ধী স্কুল ও পূনর্বাসন কেন্দ্রের পরিচালক ইকলিমা খাতুন মিনা, সভাপতি সৈয়দ শিহাব, সাধারণ সম্পাদক রাকিব আল রিয়াদসহ শিক্ষক-শিক্ষিকা।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী বলেন, ‘স্কুল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগ দেখে আমি অবাক। প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজের বোঝা নয়, তারা আমাদের সমাজের শক্তি। তাদের মেধার তুলনা হয়না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য অনেক কিছুই করেন।’

নবীন আলো সংগঠনের সভাপতি সৈয়দ শিহাব বার্তা২৪.কম’কে বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমার বন্ধুরা ও ছোট ভাইদের নিয়ে এই সংগঠনটি গড়ে তুলেছি। এরপর থেকে সমাজের অসহায় দরিদ্র, প্রতিবন্ধীদের সহায়তায় আমরা কাজ করে যাচ্ছি।’

সংগঠনের সাধারণ সম্পাদক রাকিব আল রিয়াদ বার্তা২৪.কম’কে বলেন, ‘আমরা মনে করি এই প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজের বোঝা নয়। সমাজের অনেকেই প্রতিবন্ধীদের ভিন্ন চোখে দেখেন। আসলে এমনটি করা ঠিক না। তারাও তো মানুষ, তাদের তো মেধা আছে। এই সরকার তো এই প্রতিবন্ধীদের জন্য অনেক কিছুই করে। তাহলে আমরা তাদের পাশে দাঁড়ালে কী সমস্যা? এজন্য আমার আজ ভালোবাসা দিবসে এই প্রতিবন্ধী শিশুদের সাথে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছি।’

এ সম্পর্কিত আরও খবর