নেত্রকোনার সেই ২ ড্রেজার মালিক কারাগারে

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নেত্রকোনা, বার্তা২৪.কম | 2023-08-27 01:32:58

ভ্রাম্যমাণ আদালতের নির্ধারিত জরিমানার অর্থ যথাসময়ে পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুই ড্রেজার মালিককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কারাপ্রাপ্ত দুই ড্রেজার মালিক হলেন- কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা গ্রামের নবী হোসেনেরর ছেলে আব্দুল করিম (২৮) এবং আব্দুল আলী (৩০)।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্ধারিত সময়ের মধ্যে তারা জরিমানার টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, উপজেলার উব্দাখালী নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল তারা। প্রশাসন তাদের সর্তক করার পরও বালু উত্তোলন অব্যাহত রাখায় বুধবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আদালত অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ সালের ১৫ (১) ধারায় ওই দুইজনকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে একমাসের কারাদণ্ডাদেশ দেন।

এ সম্পর্কিত আরও খবর