গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত

গাজীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাজীপুর, বার্তা২৪.কম | 2023-08-11 15:08:42

গাজীপুর মহারগরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় পলাশ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে শিক্ষার্থী বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

রোববার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে।

নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বাসিন্দা জয়নাল আবেদিনের ছেলে জাকিউল ইসলাম (২১), একই এলাকার মোতাহার আলীর ছেলে মাহফুজ (২০) ও শামমুল ইসলামের ছেলে মাহফুজ (২১)।

আটক বাস চালক জামাল পাশার বাড়ি ইপসা থানার পূর্ব বানিয়া এলাকায়।

নিহতরা সকলেই কালিয়াকৈর উপজেলার মৌচাক উপজেলার শাহজাহান আলী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, চান্দনা চৌরাস্তা এলাকা থেকে সকাল সোয়া ১০টার দিকে মোটরসাইকেলে করে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলো ওই তিন শিক্ষার্থী। পথে ইটহাটা এলাকায় এলে বিপরীত দিকে থেকে আসা পলাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দু’জন এবং স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

ধারণা করা হচ্ছে, নিহত তিনজনই শিক্ষার্থী। তাদের মধ্যে একজনের সঙ্গে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার 'অধ্যাপক শাহজাহান আলী কলেজের' পরিচয়পত্র পাওয়া গেছে। নিহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে আটক এবং বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর